ব্যাংকিং খাত থেকে ঋণ-কোনো ঝুঁকি দেখছেন না অর্থমন্ত্রী

র্থবছরের প্রথম তিন মাসেই ব্যাংকিং খাত থেকে ১১ হাজার কোটি টাকারও বেশি ঋণ নেওয়ায় কোনো ঝুঁকি দেখছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, 'বাজেটে ৪৪ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। সেখান থেকে ২৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়ার কথা। তার মধ্যে প্রথম তিন মাসে একটু বেশি নেওয়া হয়ে গেছে। পরের মাসগুলোতে তা কমে আসবে।' অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে জিডিপির ৫ শতাংশ ঘাটতি পূরণের কথা রয়েছে বাজেটে। তা কোনোমতেই অতিক্রম করা হবে না; বরং প্রতিবারের মতো এবারও ঘাটতি অর্থায়ন কম হবে বলে তিনি জানান।


সরকারের মেয়াদ শেষে ক্ষমতার পালাবদল নিয়ে ব্যবসায়ীদের মধ্যে এখনই আতঙ্ক শুরুহয়েগেছে_সাংবাদিকদেরএমন তথ্যের পরিপ্রেক্ষিতে অবাক হয়ে মন্ত্রী বলেন, 'এখনো দুই বছর বাকি। আদতে দেশের বেসরকারি খাত দ্রুত হারে বিকশিত হচ্ছে; কিন্তু তারা নালিশ করে খুব বেশি।' তিনি বলেন, 'বাজেট ঘোষণার সময়ই অর্থবছরের সাত-আটটি ঝুঁকির কথা বলেছিলাম। তবে তা নিয়ে কোনো উদ্বেগ নেই।' মন্ত্রী জানান, পাইপলাইনে বিপুল বৈদেশিক সহায়তা রয়েছে; কিন্তু বাস্তবায়ন সক্ষমতা কম থাকায় তা পাওয়া যাচ্ছে না। আর সভিরন বন্ড ইস্যুর ব্যাপারে চিন্তাভাবনা চলছে। তিনি বলেন, 'অনেক দেশই এ ধরনের বন্ড চালু করেছে। এতদিন আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম ছিল বলে তা করা যায়নি। এখন রিজার্ভ ভালো হওয়ায় তা নিয়ে চিন্তাভাবনা চলছে।'

No comments

Powered by Blogger.