জাল টাকা ধরতে সিএমপিকে ১০টি মেশিন দিল কেন্দ্রীয় ব্যাংক

কোরবানির পশুর হাটে জাল টাকা শনাক্ত করতে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) ১০টি জাল টাকা শনাক্তকরণ মেশিন দিয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের কনফারেন্স রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর) ফারুক আহমেদ, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ব্যাংক পরিদর্শন বিভাগ) কে এম মুস্তাফিজুল কবির এবং উপমহাব্যবস্থাপক আবুল বাশার।


অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী বলেন, 'সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী অনেকগুলো জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে। এতে জাল টাকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কোরবানির পশুর হাটে গরু কেনাবেচায় বড় লেনদেন হয়। এতে দুষ্কৃতকারীরা জাল টাকা দিয়ে দিতে পারে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য বাংলাদেশে ব্যাংকের পক্ষ থেকে জাল টাকা শনাক্তকরণ মেশিন দেওয়া হচ্ছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে প্রধান প্রধান পশুর হাটগুলোতে বুথ খোলার নির্দেশ দিয়েছে।' চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর) ফারুক আহমেদ বলেন, 'এটি বাংলাদেশ ব্যাংকের একটি মহৎ উদ্যোগ। কিছু দিন ধরে বাজারে জাল টাকার পরিমাণ বেড়ে গেছে। কোরবানির হাটে যেহেতু তাড়াহুড়ো ও ব্যস্ততা থাকে, তাই জাল টাকা ব্যবহার হওয়ার আশঙ্কাও বেশি। সিএমপি ইতিমধ্যে কিছু জাল টাকা শনাক্তকরণ মেশিন কিনেছে। বাংলাদেশ ব্যাংকের এসব মেশিন পেলে সিএমপির জন্য আরো ভালো হয়। এসব জাল টাকা শনাক্তকরণ মেশিন সিএমপির বিভিন্ন থানায় স্থায়ীভাবে রাখা যাবে। এতে সাধারণ মানুষের উপকার হবে।'
স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ব্যাংক পরিদর্শন বিভাগ) কে এম মুস্তাফিজুল কবির বলেন, 'পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানোর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার জন্য বাংলাদেশ ব্যাংক আসল টাকা চেনার ১৬টি বৈশিষ্ট্য নিয়ে একটি ভিডিওচিত্রও হাটগুলোতে প্রদর্শন করবে।'
আলোচনা শেষে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা জাল টাকা শনাক্তকরণ মেশিন কিভাবে কাজ করে, তা উপস্থিত অতিথিদের দেখান।

No comments

Powered by Blogger.