প্রাকৃতিক সপ্তাশ্চর্য-সুন্দরবন রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়ার আহবান
সুন্দরবনকে বাঁচাতে বেসরকারি কর্মসূচির পাশাপাশি সরকারিভাবে বিশেষ উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছেন দেশের প্রবীণ সাংবাদিকরা। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি সুন্দরবন রক্ষা আন্দোলন জোরদার করারও আহবান জানিয়েছেন তাঁরা। খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতি আয়োজিত ক্যাম্পেইন অনুষ্ঠানে তাঁরা এ আহ্বান জানান। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট প্রদান উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সকালে আয়োজিত এ প্রচার কর্মসূচির উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা।
এবিএম মূসা বলেন, 'একুশে ফেরুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা করার জন্য বেসরকারি কর্মসূচির পাশাপাশি সরকারের পক্ষ থেকে যেভাবে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল, সুন্দরবনকে নির্বাচিত করার জন্য একইভাবে কর্মসূচি নিতে হবে। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচিত হলে সুন্দরবন রক্ষায় আন্তর্জাতিক সহায়তাও বাড়বে। আর দেশের পর্যটন শিল্পের বিকাশ ঘটবে।'
সভায় বক্তারা বলেন, আগামী ১১ নভেম্বর পর্যন্ত প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের ভোট গ্রহণ চলবে। এ সময়ে একটি ভোট সুন্দরবনকে বিশ্বের মাঝে বিশেষভাবে তুলে ধরতে পারে। বক্তারা যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসবি লিখে ১৬৩৩৩ নম্বরে পাঠানোর মাধ্যমে সুন্দরবনকে একটি ভোট দেওয়ার আহ্বান জানান।
খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির আহ্বায়ক মধুসূদন মণ্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, বাসসের প্রধান সম্পাদক ইহসানুল করিম হেলাল, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী এম এ কুদ্দুস, বাংলাবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মঞ্জুর এহসান চৌধুরী, যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রোকেয়া বেগম, সাংবাদিক আশীষ কুমার দে, বি এম জাহাঙ্গীর, নিখিল ভদ্র, মুস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী ১১ নভেম্বর পর্যন্ত প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের ভোট গ্রহণ চলবে। এ সময়ে একটি ভোট সুন্দরবনকে বিশ্বের মাঝে বিশেষভাবে তুলে ধরতে পারে। বক্তারা যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসবি লিখে ১৬৩৩৩ নম্বরে পাঠানোর মাধ্যমে সুন্দরবনকে একটি ভোট দেওয়ার আহ্বান জানান।
খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির আহ্বায়ক মধুসূদন মণ্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, বাসসের প্রধান সম্পাদক ইহসানুল করিম হেলাল, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী এম এ কুদ্দুস, বাংলাবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মঞ্জুর এহসান চৌধুরী, যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রোকেয়া বেগম, সাংবাদিক আশীষ কুমার দে, বি এম জাহাঙ্গীর, নিখিল ভদ্র, মুস্তাফিজুর রহমান প্রমুখ।
No comments