ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী-আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো ইউনিভার্সিটি টিকতে পারবে না
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো ইউনিভার্সিটি টিকে থাকতে পারবে না। স্থায়ী ক্যাম্পাস ও অন্যান্য বিধি না মানলে বর্তমান সেশনের পরে আর কোনো ইউনিভার্সিটি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।' ঢাকার উপকণ্ঠ সাভারের আশুলিয়ার গৌরীপুরে গতকাল বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম, গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিসবাহ উদ্দিন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন মোর্শেদা চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বীর বিক্রম ও অধ্যাপক ফরহাদ হোসেন।
শিক্ষামন্ত্রী বলেন, 'আমরা চাই দেশে আরো বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক। শুধু সরকারি অর্থে শিক্ষার মৌলিক গুণগতমান আনা সম্ভব নয়। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগও প্রয়োজন। সে ক্ষেত্রে ব্যবসায়িক মুনাফার জন্য শিক্ষাকে ব্যবহার করা যাবে না। আপনারা শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলা করবেন না।'
শিক্ষামন্ত্রী বলেন, 'সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমরা মনে করি না। সব আমাদেরই প্রতিষ্ঠান। আমাদের সন্তানরাই এগুলোয় পড়াশোনা করছে। বিশ্ববিদ্যালয় হবে গবেষণা ও প্রকৃত জ্ঞান চর্চার স্থান। শুধু সার্টিফিকেটসর্বস্ব না হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রকৃত শিক্ষা অর্জনে এগিয়ে আসতে হবে।'
উপাচার্য অধাপক আবদুল মান্নান চৌধুরী বলেন, 'আমরা যে মহৎ লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিলাম, তা আজ বাস্তবায়িত হচ্ছে। প্রকৃতির সানি্নধ্যে থেকে পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।'
শিক্ষামন্ত্রী বলেন, 'আমরা চাই দেশে আরো বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক। শুধু সরকারি অর্থে শিক্ষার মৌলিক গুণগতমান আনা সম্ভব নয়। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগও প্রয়োজন। সে ক্ষেত্রে ব্যবসায়িক মুনাফার জন্য শিক্ষাকে ব্যবহার করা যাবে না। আপনারা শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলা করবেন না।'
শিক্ষামন্ত্রী বলেন, 'সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমরা মনে করি না। সব আমাদেরই প্রতিষ্ঠান। আমাদের সন্তানরাই এগুলোয় পড়াশোনা করছে। বিশ্ববিদ্যালয় হবে গবেষণা ও প্রকৃত জ্ঞান চর্চার স্থান। শুধু সার্টিফিকেটসর্বস্ব না হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রকৃত শিক্ষা অর্জনে এগিয়ে আসতে হবে।'
উপাচার্য অধাপক আবদুল মান্নান চৌধুরী বলেন, 'আমরা যে মহৎ লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিলাম, তা আজ বাস্তবায়িত হচ্ছে। প্রকৃতির সানি্নধ্যে থেকে পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।'
No comments