নিজামীর চিকিৎ সংক্রান্ত নির্দেশনার ব্যাখ্যা চেয়ে কারাগারের তত্ত্বাবধায়কে তলব



জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর চিকিৎসার বিষয়ে নির্দেশনা বাস্তবায়নের ব্যাখ্যা দিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক আলতাফ হোসেনকে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিজামীকে আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে তার আইনজীবীর অভিযোগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। নিজামীর আইনজীবী মোহম্মদ তাজুল ইসলামের করা আদালত অবমাননার এক আবেদনের জবাব দিতে আগামী ২৩ অক্টোবর কারারক্ষককে ট্রাইব্যুনালে হাজির হতে হবে।

গত ৩ অক্টোবর আদালত অবমাননার আবেদনটি করেন নিজামীর আইনজীবী। আবেদনে বলা হয়, গত ২১ এপ্রিল আটক চার জামায়াত নেতার জন্য কারাগারের ভেতর বা বাইরে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে আদালতের নির্দেশনায় বলা হয়, জামায়াতে ইসলামীর শীর্ষ এ চার নেতা বারডেম হাসপাতালে ডায়াবেটিসের চিকিৎসা নিতে পারবেন। প্রয়োজনে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বাইরে থেকে ওষুধ সংগ্রহও করতে পারবেন। কিন্তু পরে তাকে চিকিৎসা দেওয়া হয়নি বলে আবেদনে অভিযোগ করা হয়।

No comments

Powered by Blogger.