রাষ্ট্রপতি বা মন্ত্রী হতে চান না আন্না হাজারে
ভারতের প্রবীণ গান্ধীবাদী নেতা ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারী আন্না হাজারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি রাষ্ট্রপতি, মন্ত্রী বা সাংসদ হতে চান না। তিনি সাধারণ মানুষের সঙ্গে থেকে দেশের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান।
গত রোববার আন্না হাজারে ভারতের মুম্বাইয়ে এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ভারতের রাষ্ট্রপতি হওয়ার প্রতি তাঁর কোনো লোভ নেই। তিনি ভোটেও লড়তে চান না। ওই সব পদ নিলেই তাঁর কাজের ব্যাঘাত ঘটবে। তাই তিনি মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হতে চান না; থাকতে চান সাধারণ মানুষের সঙ্গে।
আন্না হাজারেকে এবার ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে এরই মধ্যে জোর গুঞ্জন চলছে। আগামী বছর ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিলের রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হচ্ছে। এরপর কে হবেন রাষ্ট্রপতি—এ নিয়ে এরই মধ্যে জল্পনা-কল্পনাও শুরু হয়। নাম ওঠে আন্না হাজারের।
গুজবের পরিপ্রেক্ষিতে আন্না হাজারে জানিয়ে দেন, রাষ্ট্রপতি, মন্ত্রী, সাংসদ বা নির্বাচন করার ব্যাপারে তাঁর আদৌ কোনো আগ্রহ নেই, লোভ নেই।
গত রোববার আন্না হাজারে ভারতের মুম্বাইয়ে এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ভারতের রাষ্ট্রপতি হওয়ার প্রতি তাঁর কোনো লোভ নেই। তিনি ভোটেও লড়তে চান না। ওই সব পদ নিলেই তাঁর কাজের ব্যাঘাত ঘটবে। তাই তিনি মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হতে চান না; থাকতে চান সাধারণ মানুষের সঙ্গে।
আন্না হাজারেকে এবার ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে এরই মধ্যে জোর গুঞ্জন চলছে। আগামী বছর ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিলের রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হচ্ছে। এরপর কে হবেন রাষ্ট্রপতি—এ নিয়ে এরই মধ্যে জল্পনা-কল্পনাও শুরু হয়। নাম ওঠে আন্না হাজারের।
গুজবের পরিপ্রেক্ষিতে আন্না হাজারে জানিয়ে দেন, রাষ্ট্রপতি, মন্ত্রী, সাংসদ বা নির্বাচন করার ব্যাপারে তাঁর আদৌ কোনো আগ্রহ নেই, লোভ নেই।
No comments