জাবির ভর্তি পরীক্ষার আসনবিন্যাস ও ফল জানা যাবে মোবাইলে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। পরীক্ষার আসন বিন্যাস ও ফল মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএসের) মাধ্যমে জানা যাবে। পরীক্ষার আসন বিন্যাস মোবাইলে ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে আগামী শুক্রবার থেকে।
এ জন্য মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে JUSPRoll Number এবং পাঠাতে হবে 9934 নম্বরে। যেমন JU SP 100005 লিখে পাঠাতে হবে 9934 নম্বরে। পরীক্ষা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.Juniv.edu/ admission.php) এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।
মোবাইলে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে JUR Roll Number। এরপর পাঠাতে হবে 9934 নম্বরে। উদাহরণস্বরূপ JU R 100007 লিখে পাঠাতে হবে 9934 নম্বরে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও দুটি ইনস্টিটিউটের আওতাধীন ৩৩টি বিভাগে আগের বছরের চেয়ে ৬০০ আসন বাড়িয়ে মোট দুই হাজার ৪০০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
মোবাইলে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে JUR Roll Number। এরপর পাঠাতে হবে 9934 নম্বরে। উদাহরণস্বরূপ JU R 100007 লিখে পাঠাতে হবে 9934 নম্বরে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও দুটি ইনস্টিটিউটের আওতাধীন ৩৩টি বিভাগে আগের বছরের চেয়ে ৬০০ আসন বাড়িয়ে মোট দুই হাজার ৪০০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
No comments