ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছয় শতাধিক সদস্যের অংশগ্রহণে ডিএসইসি'র (ঢাকা সাব-এডিটরস কাউন্সিল) ইফতার অনুষ্ঠান রবিবার জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ডিএসইসি'র ছয় শতাধিক সদস্য ইফতার অনুষ্ঠানে অংশ নেন। ইফতার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী ও জাগো বাংলা গ্রুপের চেয়ারপারসন অনন্যা হক। ডিএসইসি'র সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি মীর মোসতাফিজ আহমদ, মো. আশরাফুল ইসলাম, ইত্তেফাকের সাবেক যুগ্ম বার্তা সম্পাদক আবদুল বারী, সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রিজভী, প্রচার প্রকাশনা সম্পাদক এম এ মান্নান মিয়া, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আরিফ আবেদীন জিসান, কার্যনির্বাহী সদস্য হেমায়েত হোসেন, সিকান্দার ফয়েজ, মোমেনা আক্তার পপি, এম এম সালাউদ্দিন, রোকসানা ইভা, মাসউদ-বিন আব্দুর রাজ্জাক, ফারহানা আক্তার, সাবেক সহসভাপতি নোমান সালমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং মোনাজাত পরিচালনা করেন টেলিভিশনে ইসলামী আলোচক ও বিশিষ্ট লেখক-গবেষক প্রিন্সিপাল মো. জহিরুল হক বশির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সকল সদস্যসহ ডিএসইসি'র ছয় শতাধিক সদস্য। অনুষ্ঠানে সহযোগিতা করে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ, এএসটি বেভারেজ লি. ও ইউনাইটেড মিনারেল ওয়াটার অ্যান্ড পিইটি ইন্ডা. লি.। বিজ্ঞপ্তি
No comments