কাতারে পৌঁছেছে তুরস্কের সেনাবাহিনী
তুরস্কের সেনাবাহিনীর প্রথম সেনাদলটি অবরুদ্ধ কাতারে পৌঁছেছে। রোববার কাতারের তারিক বিন জিয়াদ সামরিক ঘাঁটিতে সেনাদলটি এক যৌথ মহড়ায় অংশ নেয়। উভয় দেশের সেনাবাহিনীর যৌথ মহড়া উপলক্ষে তুরস্কের সেনারা কাতারে প্রবেশ করেছে বলে জানিয়েছেন কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল জাজিরার। দুই দেশের সামরিক শক্তি বাড়ানো, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা ও জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি হিসেবে এ ধরনের মহড়ার আয়োজন করা হয়েছে। এর আগে কাতারে সেনা মোতায়েন ও সামরিক বাহিনীকে প্রশিক্ষণ প্রদান সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি টিম পাঠিয়েছিল তুরস্ক। ২০১৫ সাল থেকেই তুরস্ক ও কাতারের মধ্যে সামরিক সফর একটি নিয়মিত বিষয়। ২০১৬ সালের এপ্রিল মাসে কাতার ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির এক চুক্তি স্বাক্ষর হয় বলে জানিয়েছে কাতার কর্তৃপক্ষ। চলতি মাসের ৫ তারিখে সৌদি আরবের নেতৃত্বের দেশগুলো কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন শুরু করলে সর্বপ্রথম তুরস্কই দোহার পাশে থাকার ঘোষণা দেয়। কাতারের সংকট সমাধানের জন্য বরাবরই চেষ্টা করে আসছে আঙ্কারা।
No comments