চট্টগ্রামের কয়েকটি পাহাড়ে ফাটল
অবিরাম বর্ষণে চট্টগ্রামের চকবাজারের দেবপাহাড়ে ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় পাহাড়টি ধসে পড়তে পারে। নগরীর পশ্চিম খুলশীর জালালাবাদ হাউজিং সোসাইটির কনকর্ড পাহাড় এবং বায়েজিদ বোস্তামী পাহাড়েও ফাটল সৃষ্টি হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এসব পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরিয়ে দেয়ার জন্য মাইকিং করেছে জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। রোববার ভারি বৃষ্টি শুরু হওয়ার পর নতুন করে এ ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া লালখান বাজার এলাকায় অবস্থিত মতিঝর্ণা পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হচ্ছে।
চসিকের নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক জানান, ‘ফাটলের কারণে চকবাজারের দেবপাহাড় যে কোনো সময় ধসে পড়তে পারে। মেয়র আমাদের পাঠিয়েছেন। আমরা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ৩০-৩৫টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দেয়ার জন্য মাইকিং করেছি। তাদের সরে যেতে বলেছি।’ লালখান বাজার এলাকায় অবস্থিত মতিঝর্ণা পাহাড়সহ নগরীর ১৩ পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের সরে যাওয়ার তাগিদ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। তাদের সবাইকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হলেও রোববার বিকাল পর্যন্ত কাউকে সরতে দেখা যায়নি। তবে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দেবপাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতিদের সরাতে অভিযান চালাবে বলে চকবাজার থানা সূত্রে জানা গেছে।
No comments