মালির রিসোর্টে ভয়াবহ সন্ত্রাসী হামলা
মালির রাজধানী বামাকোর একটি বিলাসবহুল রিসোর্টে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। এতে দু'জন পর্যটক নিহত হয়েছেন। সেখান থেকে আরো ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। সিএনএন জানিয়েছে, এ ঘটনায় দু'জন হামলাকারীও নিহত হয়েছেন। আরো একজন হামলাকারী নিখোঁজ রয়েছেন। লা ক্যাম্পেমেন্ট নামের এই রিসোর্টটি পশ্চিমা নাগরিকদের কাছে বেশ জনপ্রিয়। রাজধানী বামাকো থেকে পূর্ব দিকে অবস্থিত। সূত্র জানিয়েছে, এ ঘটনায় জাতিসঙ্ঘের তিনজন স্টাফ আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালির নিরাপত্তামন্ত্রী সালিফ ত্রাওরে বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'এটা সন্ত্রাসী হামলা। হামলার পর মালির বিশেষ বাহিনী তৎপরতা চালাচ্ছে।' তিনি বলেন, 'দু'জন হামলাকারী নিহত হয়েছেন। আমরা তাদের লাশ উদ্ধার করেছি।' হামলাকারীদের মধ্যে একজনের কাছ থেকে একটি মেশিনগান ও বিস্ফোরকভর্তি চারটি বোতল পাওয়া গেছে।
No comments