বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বেতগাড়ি ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে সিমেন্ট বোঝাই ট্রাকটি ঢাকা থেকে নওগাঁয় যাচ্ছিল। পথে বেতগাড়ি ফটকি ব্রিজ এলাকায় বিপরীতমুখী চালবোঝাই ট্রাকের সঙ্গে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এসময় আহত হয়েছেন কমপক্ষে তিনজন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।
No comments