পাহাড় ধস, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজারে লাউয়াছড়ায় পাহাড় ধসের কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার সকাল সোয়া ৮টা থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় সিলেট থেকে ঢাকামুখী কালনী এক্সপ্রেস কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার ফয়জুর রাহমান জানান, উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে মাটি সারানোর কাজ করছেন। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক বলে তিনি আশা করেন।
No comments