কুমিল্লার তিতাসে প্রবাসীকে কুপিয়ে হত্যা
কুমিল্লার তিতাসে পূর্ব শত্রুতার জের ধরে সুমন মিয়া নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারকাউনিয়া গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া (৩০)ওই গ্রামের জালু মিয়ার ছেলে। এ সময় তার ছোট ভাই ছাত্রলীগ নেতা সাইদুলকেও কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। নিহতের মামাতো ভাই ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন বাবুল জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে তিতাস উপজেলার বারকাউনিয়া গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার রিপন লিটন ও আলাউদ্দিনের নেতৃত্বে ৮-১০জন সন্ত্রাসী সুমন মিয়া ও তার ভাইকে হত্যার উদ্দেশ্যে আগে থেকেই ওঁৎ পেতে থাকে। সন্ত্রাসীরা নিহত সুমন ও তার ভাই ছাত্রলীগ নেতা সাইদুলকে একা পেয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় ঘটনাস্থলেই প্রবাসী সুমনের মৃত্যু হয়। স্থানীয়রা তার ভাই সাইদুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় বারকাউনিয়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তিতাস থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে তিতাস থানার ওসি নুরুল আলম রাত সোয়া ১১টায় জানান, ঘটনার খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘাতকদের গ্রেফতারে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে।
No comments