কুমিল্লায় পুলিশ-মাদক ব্যবসায়ী গোলাগুলি
কুমিল্লায় ডিবি পুলিশ-মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ডিবির তিন সদস্য ও এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোববার দিবাগত মধ্যরাতে চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের চান্দশী এলাকায় এ ঘটনা ঘটে। ডিবির এসআই শাহ কামাল আকন্দ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার চান্দশী এলাকায় গাড়িতে মাদক বোঝাই করছিল। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি বর্ষণ শুরু করে। পরে গোয়েন্দা পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে। এতে গোয়েন্দা পুলিশের এএসআই আফজল হোসেন ও কন্সটেবল কামাল হোসেনসহ ৩জন এবং আক্তার হোসেন নামের এক মাদক ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী আক্তার হোসেন (২৬)কে আটক করা হয়েছ। সে একই ইউনিয়নের জগমহনপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।
No comments