রাজধানীতে ট্রান্সমিটার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের নিহত ৩
রাজধানীর লালবাগের পশ্চিম ইসলামবাগে বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরণে এক শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে বাসার পাশের বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে ওই বাসাটি বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শারমিন (৪৫), শিরীন (৩৫)ও শিরীনের মেয়ে আফরিন (১১)। ঘটনার পর এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়। হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইন-চার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
No comments