লন্ডনে মসজিদের কাছে গাড়ি হামলা : হতাহত ৯
লন্ডনে মসজিদের কাছে পথচারীদের উপর ভ্যান উঠিয়ে দেয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ত্রাস দমন কর্মকর্তারা ঘটনাটির তদন্ত করছেন। সোমবার পুলিশ একথা জানিয়েছে। পুলিশ এক বিবৃতিতে জানায়, গাড়ির ৪৮ বছর বয়সী চালককে ঘটনাস্থল থেকে জনতা আটক করেছে। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনায় সন্ত্রাসযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। তবে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারানোতেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তের পর দাবি তাদের। রোববার মধ্যরাতে উত্তর লন্ডনের ফিনসবারি পার্কে সেভেন সিস্টার্স রোডে একটি মসজিদের বাইরে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ‘দ্য মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন’–এর পক্ষ থেকে টুইটারে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘রমজান উপলক্ষে রোববার রাতে বিশেষ নামাজের আয়োজন করা হয়েছিল ফিনসবারি পার্ক সংলগ্ন ওই মসজিদে। সেখান থেকে নামাজ পড়ে বেরোচ্ছিলেন কয়েকজন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাই।’ সংস্থার প্রধান হারুন খান অবশ্য এই ঘটনার সাথে সন্ত্রাস যোগ রয়েছে বলে দাবি করেছেন। গাড়ির চালক ইচ্ছাকৃতভাবে পথচারীদের চাপা দিয়েছে বলে নিজের টুইটার হ্যান্ডলে দাবি করেছেন তিনি।
No comments