নওগাঁয় বজ্রপাতে যুবক নিহত
নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক মারা গেছেন। রোববার সন্ধ্যায় উপজেলার ধামইরহাট ইউনিয়নের আংরত কলনি গ্রামে এ প্রাণহানির ঘটনা ঘটে। রফিকুল ইসলাম একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে। পুলিশ জানায়, বিকেল বাড়ির পাশে মাঠ থেকে রফিকুল গরু নিয়ে আসার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ধামইরহাট থানার ওসি রকিবুল ইসলাম বজ্রপাতের ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
No comments