ভালুকায় স্ত্রীকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পারিবারিক কলহের জেরে জেসমিন আক্তার (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী আবুল কাশেম(৪০) পলাতক রয়েছেন। রোববার রাতে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের কৈয়াদী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম এলাকার ছিঁচকে চোর হিসাবে পরিচিত। গত তিন দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। রোববার বেলা ১১টার দিকে দম্পতির মাঝে খুব কলহ হয়।
পরে রাত ১১টার দিকে জেসমিন ঘুমিয়ে পড়লে আবুল কাশেম ঘরে ঢুকে ঘুমন্ত স্ত্রীর মাথায় কুড়াল দিয়ে কুপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা পর থেকে স্বামী পালাতক রয়েছে। ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেসমিন নাহার জানান, আবুল কাশেম এলাকায় চোর হিসাবে পরিচিত। খারাপ কাজের জন্য ইতোপূর্বে তাকে গ্রাম থেকে বের করে দেয়া হয়। কাশেম এই এলাকার লোক নয়, এখানে তিনি ঘর জামাই হিসাবে থাকতেন। পারিবারিক কলহের কারণে কাশেম তার স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছে। ভালুকা মডেল থানার এসআই মো. আব্দুল হান্নান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারিক কলহের জন্য খুন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর খুনের প্রকৃত কারণ জানা যাবে।
No comments