চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা নিয়ে বাজিতে হেরে যুবকের আত্মহত্যা
জামালপুর শহরের গেইটপাড় এলাকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা নিয়ে বাজিতে হেরে বিদ্যুৎ (১৮) নামে এক যুবক আত্মাহত্যা করেছে। প্রত্যক্ষদর্শী জানায়, রোববার রাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান বনাম ভারত খেলার বাজিতে হেরে টাকা না দিতে পেরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহতা করেছে।
বিদ্যুৎ (১৮) স্টেশন বাজার এলাকার মৃত আনিছের ছেলে হালিম ব্যবসায়ী । জানা গেছে, বিদ্যুৎ দীর্ঘদিন যাবত গেইটপাড় এলাকায় হালিম বিক্রি করে আসছিল। প্রায় প্রতিনিয়ত সে বিভিন্ন জনের সঙ্গে বাজি ধরতো। রোববার বাজিতে হেরে গেলে টাকা দিতে না পেরে আত্মহত্যা করেন। বিদ্যুৎ হালিম বিক্রি করে তার অভাবী সংসার চালিয়ে আসছিল। এ ব্যাপারে জিআরপি থানার ওসি নাছিরুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
No comments