সরকার ছাত্রদল যুবদলকে ভয় পায় বলেই গুম করে : খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের ভয় পায়। তারা মনে করে, তাদেরকে শেষ করে দিতে পারলেই বিএনপি শেষ হয়ে যাবে। এ কারণে যারাই আন্দোলনে নামে তাদের তারা ধরে নিয়ে যায়, গুম করে ফেলে। গত রাতে গুলশানে নিজ কার্যালয়ে সদ্য কারা মুক্ত যুবদলের নেতাকর্মীরা দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। যুবদল নেতাদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, অনেকেই অভিযোগ করে সারা দেশে তোমাদের কমিটিগুলো করা হচ্ছে না। যুবদলের ১০ বছর, ছাত্রদলের ১০ বছর হয়েছে কোনো কমিটি নেই। তাই তোমাদের এই কমিটিগুলো করতে হবে। এ সময় তিনি বিগত দিনে আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, যারা আন্দোলন বেশি করেছে, তাদের ধরে নিয়ে যায় গুম করে ফেলে, খোঁজ পাওয়া যায় না। তারা (সরকার) ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলকে ভয় পায়। তিনি বলেন, যুবদলে আমাদের অনেক ছেলে আছে। যুবদলের কমিটি দিয়েছি; কিন্তু সবাইকে কমিটিতে স্থান দিতে পারিনি। আমি বলে দিয়েছে যারা বাদ পড়েছে তাদের মূল দল বিএনপিতে দেয়া হবে এবং যুবদলের পূর্ণাঙ্গ কমিটি করতে বলেছি। যারা যুবদলে বাদ পড়েছে তাদের বিভিন্ন জেলায় মূল দলে নিয়ে আসতে পারি। যাতে নেতৃত্ব সৃষ্টি হয়। তিনি আরো বলেন, যুবদলে জায়গা না হলে মন খারাপ করার কিছু নেই। মূল দলে যাবে, না হলে স্বেচ্ছাসেবক দল আছে সেখানে যাবে। নব গঠিত ঢাকা সিটি বিএনপির উত্তর ও দণি কমিটির কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন,
ঢাকা সিটিকে আমরা সাজিয়েছি। এখানে ছাত্রদল থেকে যারা উঠে এসেছে তারা জায়গা পেয়েছেন। আমি তাদের বলেছি সারা ঢাকা সিটিতে কমিটিগুলো করতে হবে। ঢাকাতে আগে যুবদল, ছাত্রদল কমিটিগুলোর মূল দলের সাথে যোগাযোগ ছিল না। এখন কিন্তু সবার সাথে সমন্বয় হয়। আমরা যেকোনো কর্মসূচি দেই না কেন এটা সফল কর্মসূচি হয়। তাই দেশের বিভিন্ন জেলায় কমিটিগুলোও করতে হবে। কমিটি থাকলে দল শক্তিশালী হয়।’ যুবদল নেতাদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, জেল-জুলুম, মামলা-হামলা সব আছে তার পরও নির্ভয়ে তোমারা দায়িত্ব পালন করে যাচ্ছ। ভবিষ্যতেও তোমরা সুন্দরভাবে দায়িত্ব পালন করে যাবে। নেতাদের সাথে কর্মীদের যাতে ভালো সম্পর্ক থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেনÑ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ঢাকা মহানগর দেিণর সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, মহানগর উত্তর সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মিলটন প্রমুখ।
No comments