আফগান সেনাদের স্মরণে জাতীয় শোক পালিত
আফগানিস্তানের একটি সেনাঘাঁটিতে তালেবান হামলায় অন্তত ১৫০ সেনা নিহত হওয়ার ঘটনায় দেশটি একদিনের জাতীয় শোক পালন করেছে। প্রেসিডেন্ট আশরাফ গনির ঘোষণা অনুযায়ী, রোববার আফগানিস্তানজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। খবর বিবিসি ও এএফপির। শুক্রবার জুমার পর মাজার-ই-শরিফ শহরের ওই সেনাঘাঁটিতে চালানো হামলাটি এ পর্যন্ত দেশটির কোনো সেনাঘাঁটিতে চালানো সবচেয়ে প্রাণঘাতী জঙ্গি হামলা। শনিবার আক্রান্ত ঘাঁটিটি পরিদর্শন করেন প্রেসিডেন্ট গনি। এ সময় তিনি একদিনের জাতীয় শোক ঘোষণা করেন। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই হামলায় শতাধিক সৈন্য নিহত অথবা আহত হওয়ার কথা জানালেও হতাহতের কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। তবে দেশটির এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ওই হামলায় অন্তত ১৪০ সেনা নিহত ও বহু আহত হয়েছেন।
নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন অন্য কর্মকর্তারা। হামলার পর দেশটির ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রেসিডেন্ট গনি। বৈঠকে সেনাঘাঁটিতে হামলার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। এক বিবৃতিতে হামলার নিন্দা করে তিনি একে ‘কাপুরুষোচিত’ এবং ‘কাফেরদের’ কাজ বলে বর্ণনা করেন। ঘটনার দিন ১০ জনের মতো তালেবান জঙ্গি আফগান সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সামরিক জিপ চালিয়ে ঘাঁটিটিতে প্রবেশ করে। তারা রকেটচালিত গ্রেনেড ও স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে দুপুরের আহার গ্রহণরত ও জুমা শেষে মসিজদ থেকে বের হতে থাকা নিরস্ত্র সেনাদের ওপর নির্বিচার গুলি ছোড়ে। এ সময় কয়েকজন হামলাকারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন আফগান সেনা কর্মকর্তারা। ২০০৩ সাল থেকে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা চলছে। তবে এতে সশস্ত্র সংগঠনটিকে দুর্বল করা যায়নি। সম্প্রতি তালেবানরা হামলা আরও তীব্রতর করেছে।
No comments