চকরিয়ায় 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ফরহাদ হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী নোয়াপাড়ায় এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। ফরহাদ হোসেন (৩২) চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের আবুল হোসেনের ছেলে। পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।
বন্দুকযুদ্ধের সময় গুলিতে ডাকাতদের পিকআপ ভ্যানে থাকা সাতটি গরুর মধ্যে একটির মৃত্যু হয়। ঈদগাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খালেকুজ্জামান জানান, ভোরে রামু উপজেলার জোয়ারিয়া নালা এলাকা থেকে একটি পিকআপে সাতটি গরু নিয়ে ডাকাতেরা চট্টগ্রামে যাচ্ছে- এমন খবরে টহল পুলিশ তাদের পিছু নেয়। উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ফরহাদ নিহত হন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ঈদগাও পুলিশ ফাঁড়ির ইনচার্জ খালেকুজ্জামান।
No comments