'উ. কোরিয়ায় ফিরলে অমানুষিক নির্যাতন চালানো হবে শরণার্থীদের উপর'
চীনে গত মাসে আটক আট উত্তর কোরীয় নাগরিকের অবস্থান অবিলম্বে জানানোর আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। মানবাধিকার সংস্থাটির আশঙ্কা উত্তর কোরিয়ার কাছে হস্তান্তর করলে তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হবে। অধিকাংশ উত্তর কোরীয় শরণার্থী সীমান্ত পেরিয়ে চীনে প্রবেশ করে এবং এরপর অন্য কোন দেশে চলে যাওয়ার চেষ্টা করে। এরা প্রায়ই দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে চলে যায়।
সেখান থেকে তারা দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক আশ্রয় চায়। পালিয়ে যাওয়া এই সব শরণার্থী ধরা পড়ার পর তাদেরকে উত্তর কোরিয়ার কাছে হস্তান্তর করলে তাদের কঠিন শাস্তি দেয়া হয়। চীন নিয়মিতভাবেই উত্তর কোরিয়ার এই সব শরণার্থীকে অবৈধ ‘অর্থনৈতিক অভিবাসী’ হিসেবে অভিহিত করে। চীন ১৯৮৬ সালে গৃহীত সীমান্ত প্রটোকলের ওপর ভিত্তি করে তাদেরকে উত্তর কোরিয়ার কাছে ফিরিয়ে দেয়। উত্তর কোরিয়ার শরণার্থী দলটিতে অন্তত চার নারী রয়েছে। এরা মার্চ মাসের মাঝামাঝি সময়ে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শেনইয়াংয়ে ধরা পড়ে। সোমবার হিউম্যান রাইটস ওয়াচটের এশিয়া বিষয়ক উপ-পরিচালক ফিল রবার্টসন বলেন, ‘এখন যদি তাদেরকে জোরপূর্বক উত্তর কোরিয়ায় পাঠিয়ে দেয়া হয়, তবে তাদের জীবন ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে।’ হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, বিগত নয় মাসে চীন শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ ৪০ জনের বেশি উত্তর কোরীয় নাগরিককে আটক করেছে। এদের মধ্যে অন্তত নয়জনকে জোরপূর্বক উত্তর কোরিয়ায় ফেরত পাঠানো হয়েছে।
No comments