দিনাজপুরে জেএমবির ২ সদস্য আটক
দিনাজপুরের রানীগঞ্জ থেকে দুই জেএমবি সদস্যকে রোববার গভীর রাতে গ্রেফতার করেছে র্যাব-১৩। তারা জেএমবির সারওয়ার তামিম গ্রুপের বলে জানিয়েছে র্যাব। সোমবার দুপুরে র্যাব-১৩ রংপুর এর সদর দপ্তরে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে র্যাবের অধিনায়ক এটিএম আতিকুল্লাহ জানান, গ্রেফতার হওয়া র্যাবের দুই সদস্য হলো দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানিরবন্দর রানিপুর এলাকার ফজলুর রহমানের পুত্র সেমিম (১৮) এবং একই উপজেলার নাশরতপুর এলাকার মোজাম্মেল হকের পুত্র খাদেমুল ইসলাম(২৭)।
র্যাব জানায়, এরা দুজনই জেএমবির সারওয়ার তামিম গ্রুপের সক্রিয় সদস্য। এরমধ্যে সেলিম আত্মগোপনে থেকে এলাকায় চাদা ও কর্মী সংগ্রহ এবং প্রচার প্রচারণা চালাতেন। আর খাদেমুল দাড়ি টুপি ও লম্বা চুল কেটে এলাকা থেকে পালিয়ে ঢাকায় থাকতো। মাঝে মধ্যে এলাকায় আসতো। রোববার গভীর রাতে রানীগঞ্জের রামেশ্যাপুর দারুল হুদা ফাজিল মাদরাসা সংলগ্ন এলাকায় গোপন বৈঠক করার পুর্ব মুহুর্তে তাদের গেফদার করা হয়। তারা ওই বৈঠকে বড় ধরেনর নাশকতার প্রস্তুতি নিচ্ছিলও বলে জানায় র্যাব। র্যাব জানায় সেলিমের নামে চিরিবন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা আছে। প্রেস ব্রিফিংয়ে র্যাব ১৩ এর টুআইসি মেজর আরেফিন, এএসপি খন্দকার গোলাম মোর্তজ্জাসগ র্যাবের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
No comments