চাটমোহরে বজ্রপাতে ৪জন আহত
পাবনার চাটমোহরে আজ সোমবার বজ্রপাতে ২ মহিলাসহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার বড়গুয়াখরা গ্রামের মৃত আসের খাঁর ছেলে খলিল খাঁ (৭০), নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামের বয়ান সরকারের স্ত্রী রোজিনা খাতুন (৪৫) ও পৌরসদরের চৌধুরী পাড়া মহল্লার মিজানুর রহমানের স্ত্রী লিপি খাতুন (২৬)। এছাড়া মূগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রামের অপর এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আজ সকালে প্রচন্ড ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে তারা আহত হন। আহতরা চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
No comments