দিল্লিতে মহিষ বহন করায় তিন যুবককে বেধড়ক পিটুনি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে মহিষ নিয়ে যাওয়ার সময় তিন জনকে বেধড়ক পিটুনি দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী এক গ্রুপ। শনিবার মাঝরাতে দক্ষিণ দিল্লিতে ঘটনাটি ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। গুরুতর জখম অবস্থায় ওই তিনজনকেই এইমস ট্রমা সেন্টারে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
পুলিশ জানায়, রিজয়ান, কামিল এবং আসু নামে তিন যুবক গুরুগ্রাম থেকে গাজীপুর মান্ডির এক কসাইখানায় ট্রাকভর্তি মহিষ নিয়ে যাচ্ছিলেন। এ খবরটা পিপলস ফর অ্যানিমেল (পিএফএ) সংস্থার কয়েকজন ব্যক্তির কাছে পৌঁছে যায়। এর পরই তারা হরিয়ানা থেকে ট্রাকটিকে অনুসরণ করতে শুরু করে। দক্ষিণ দিল্লিতে পৌঁছলে ট্রাকটিকে দাঁড় করিয়ে তাদের উপর চড়াও হয় পিএফএ কর্মীরা। বেধড়ক মার দেয়া হয় তাদের। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই তিন যুবককে উদ্ধার করে।
No comments