রাস্তা নয় যেন গাড়ির হাট
আধা কিলোমিটার রাস্তার অর্ধেক অংশজুড়ে এলোপাতাড়ি করে থামিয়ে রাখা হয়েছে শতাধিক গাড়ি। এর বেশিরভাগই ব্যক্তিগত ট্যাক্সি, ক্যাব ও মাইক্রোবাস। আবার কিছু কিছু পিকআপও রয়েছে। দেখে মনে হয় যেন একটি গাড়ির হাট। অথচ এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এমন নৈরাজ্যকর অবস্থা দিনের পর দিন চলে আসছে রাজধানীর পান্থপথ (বীর উত্তম সিআর দত্ত) ও বাংলামোটর সড়কের উত্তর পাশের পুরো রাস্তায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ রাস্তায় দিয়ে চলাচলকারী যাত্রী ও পথচারীরা। খোঁজ নিয়ে জানা গেছে, পার্ক করা গাড়ির মধ্যে বিভিন্ন ব্যবসায়ীদের গাড়িও রয়েছে। পান্থপথ, হাতিরপুল ও এলিফ্যান্ট রোড থেকে বাংলামোটর দিয়ে প্রধান সড়কে প্রবেশ করা রাস্তায় যানবাহন ও রিকসার দীর্ঘজট লেগে রয়েছে । মূলত পার্কিং করা গাড়ির কারণে রাস্তার জায়গা সঙ্কুুচিত হওয়ায় এমনটি হচ্ছে। এর মধ্যে ফুটপাতের ছিন্নমূল ব্যবসায়ীদের দোকান থাকায় পথচারীদের পা ফেলারও জায়গা নেই। স্থানীয়রা জানান, এ রাস্তায় অপরিকল্পিত পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজটের লাইন বাংলামোটর ট্রাফিক সিগনাল থেকে পশ্চিমে বীর উত্তম সিআর দত্ত রোডের চৌরাস্তা, এলিফ্যান্ট রোড,
উত্তরে পান্থপথ এবং দক্ষিণে হাতিরপুল কাঁচাবাজার পর্যন্ত গিয়ে ঠেকে। বিশেষ করে একবার ট্রাফিক সিগনালের কবলে পড়লে সেখান থেকে বের হতে অনেক কষ্ট হয়। স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, রাস্তাটি তেমন বড় না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিন দিক থেকে আসা অসংখ্য যানবাহন প্রতিদিন এ রাস্তা দিয়ে প্রধান সড়কে গিয়ে উঠে। তাই এখান থেকে অননুমোদিত পার্কিং তুলে নেয়া সময়ের দাবি। সিএনজিচালিত অটোরিকসা চালক হাসিবুর রহমান বলেন, থামিয়ে রাখা গাড়িগুলোকে দেখলে মনে হয় না এটি কোনো রাস্তা। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট এমএ হামিদ বলেন, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে চলে আসা অপরিকল্পিত এ পার্কিং সরানো সম্ভব হয়নি। তারপরও আমরা চেষ্টা করছি তা বন্ধ করা যায় কিনা।
No comments