কোরীয় উপদ্বীপে উত্তেজনা : শি-ট্রাম্প জরুরি ফোনালাপ
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার টেলিফোনে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং কোরীয় উপদ্বীপ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এসময় তারা অভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত মতবিনিময়ের মাধ্যমে নিবিড় সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেন।
শি বলেন, চীন জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে নেয়া পদক্ষেপের কঠোর বিরোধী। তিনি আরো বলেন, চীন আশা করে যে, সংশ্লিষ্ট সকল পক্ষ কোরীয় উপদ্বীপ নিয়ে সৃষ্ট উত্তেজনার ক্ষেত্রে ধৈর্য ধরবে এবং আগ্রাসী পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকবে। শি বলেন, এ ক্ষেত্রে কোনো পক্ষ আগ্রাসী পদক্ষেপ নিলে তার দায়-দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে।
No comments