সৈয়দপুরে ছাত্রীকে প্রাণনাশের হুমকী দেয়ায় দুই বখাটে আটক
নীলফামারীর সৈয়দপুরে কলেজ ছাত্রীকে প্রাণনাশের হুমকী দেয়ায় দুই বখাটেকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় গোলাহাট ডাঙ্গাপাড়া বাজার থেকে দবির উদ্দিনের ছেলে অটোরিকশা চালক মিজানুর রহমান ওরফে মিজান (২২) ও তার সহযোগী হোটেল কর্মচারী আল-আমিন (২০) কে আটক করা হয়। জানা গেছে, ঘটনার দিন ওই এলাকায় এক কলেজ ছাত্রীর বিয়ে হওয়ার কথা।
কিন্তু মিজান ওই ছাত্রীর বাড়িতে গিয়ে ছাত্রীটিকে বিয়ের প্রস্তাব দেয় এবং তার সাথে বিয়ে না দিলে তাকে হত্যা করবে বলে হুমকী দেয়। মিজানের সহযোগী আল-আমিন পাত্র পক্ষকে মোবাইল ফোনে জানায় ওই ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক আছে এবং নোংরা ম্যাসেজ পাঠায়। রবিবার বিকেলে ছাত্রীর ভাই বাদী হয়ে থানায় অভিযোগ করলে সন্ধ্যায় পুলিশ তাদেরকে আটক করে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
No comments