কোরিয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার আহ্বান চীনের
কোরিয় উপদ্বীপকে পুরোপুরি পরমাণু অস্ত্রমুক্ত করার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়ার প্রধান মিত্রদেশ চীন। ওই উপদ্বীপে আমেরিকা ও পিয়ংইয়ং-এর মধ্যে যখন সামরিক সঙ্ঘাতের ব্যাপক আশঙ্কা দেখা দিয়েছে তখন এ আহ্বান জানাল বেইজিং। গ্রিস সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোববার এথেন্সে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী নিকোস কোতজিয়াসের সাথে বৈঠকের পর এ আহ্বান জানান। এক যৌথ সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেন, কোরিয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার স্বার্থে ওই এলাকাকে সম্পূর্ণ পরমাণু অস্ত্রমুক্ত করার ঘোর সমর্থক চীন।
এর আগে মার্কিন সরকার পিয়ংইয়ংকে পরমাণু অস্ত্রমুক্ত করার জন্য উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছিল। উত্তর কোরিয়ার প্রধান মিত্র ও অর্থের যোগানদাতা চীন এবার এই দাবিতে অটল থাকলে তা পিয়ংইয়ং-এর জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হবে। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনের নেতৃত্বে মার্কিন নৌবাহিনীর একটি স্ট্রাইক গ্রুপ বর্তমানে কোরিয় উপদ্বীপ অভিমুখে রয়েছে। উত্তর কোরিয়া ওই রণতরীকে ‘এক আঘাতেই’ ডুবিয়ে দেয়ার হুমকি দিয়েছে। সূত্র : ওয়েবসাইট
No comments