ফিরেছেন রহস্যময়ী নারী রোজিনার মা
ভয়ংকর জঙ্গি আস্তানা সিলেটের আতিয়া মহলে অভিযানের এক মাস পূর্ণ হল আজ। ইতিমধ্যে মহলটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। দক্ষিণ সুরমার শিববাড়ির এ মহল দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করছেন। ছবি তুলছেন। এদিকে জঙ্গি আস্তানায় অভিযানের সময় আলোচিত হয়ে ওঠা ‘রোজিনার মা’ ফের আতিয়া মহলে ফিরেছেন। নিজের বাসায় উঠে ভবনের তদারকির দায়িত্ব শুরু করেছেন। অভিযান শুরুর পরই তিনি লাপাত্তা হয়ে যান। রোববার আতিয়া মহল এলাকায় গিয়ে দেখা হয় নিটল গ্রুপের নিরাপত্তা কর্মকর্তা আমিনুল ইসলামের সঙ্গে। তিনি ও তার অফিসের আরও একজনকে সঙ্গে নিয়ে আতিয়া মহল দেখতে এসেছেন। কলেজশিক্ষার্থী নুসরাত জানান, এতদিন শুধু আতিয়া মহলের নাম শুনেছি। নিজের চোখে এক নজর দেখার জন্য এসেছি। এ সময় তার সঙ্গে আরও কয়েক শিক্ষার্থী ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনের ভিড় বাড়তে দেখা যায়। আতিয়া মহলে অভিযানের পর খুঁজে পাওয়া যাচ্ছিল না কেয়াটেকার রোজিনার মাকে। এক মাস পর তার সন্ধান পাওয়া যায়।
তিনি বর্তমানে আতিয়া মহলের নিজ ফ্ল্যাটে উঠেছেন। রোববার তিনি যুগান্তরকে বলেন, অসহায় হয়ে আমি পার্শ্ববর্তী লাল খাঁর বাড়িতে গিয়ে আশ্রয় নেই। আমি কোথাও আত্মগোপন কিংবা লুকিয়ে ছিলাম না। তিনি জানান, প্রাণ কোম্পানির ম্যানেজার কাওসার তার স্ত্রী নিয়ে থাকার জন্য জানুয়ারিতে ৪ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে চলে যায়। ফেব্রুয়ারির প্রথম দিকে স্ত্রীকে নিয়ে আসে। সঙ্গে ছিল বাসার বিভিন্ন সরঞ্জামাদি। একপর্যায়ে ভোটার আইডি কার্ড দিতে টালবাহানা করে। পরে আমি বাসার মালিক উস্তার আলীকে বিষয়টি অবহিত করি। তিনি গিয়ে ভোটার আইডি না দিলে চলে যাওয়ার অনুরোধ করেন। পরে তারা ভোটার আইডি ও ছবি দেন। কয়েক দিন পর একটি নতুন ফ্রিজ নিয়ে আসেন কাওসার। লোকটি দেখলেই সালাম দিত। স্ত্রীও ছিল খুবই চতুর। জঙ্গি আস্তানা জানতে পেরে ২৪ মার্চ ভোরে আতিয়া মহল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর চলে অভিযান।
No comments