রাণীনগরে পাকা বোরো ধান নিয়ে দিশেহারা কৃষক
নওগাঁর রাণীনগরে গত কয়েকদিন ধরে বৈরি আবহাওয়া আর ঝড় বৃষ্টির কারনে মাঠের উঠতি পাকা ধান নিয়ে দিশেহারা হয়ে পরেছে কৃষকরা । একদিকে শিলাবৃষ্টির আতংক অন্য দিকে ধান কাটা শ্রমিক সংকট নিয়ে চরম ভোগান্তিতে পরেছেন কৃষকরা । দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঠের পাকা বোরো ধান শুয়ে পড়ায় ফলন বিপর্যয় হতে পারে বলে ধারনা করছেন তারা। রাণীনগর উপজেলা কুষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলার ৮টি ইউনিয়নে ১৯ হাজার ৬ শ’ ১০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তার চেয়ে বেশি জমিতে ইরি-বোরো ধানের চাষ হয়েছে। ধান রোপনের শুরু থেকেই আবহাওয়া অনুকুলে থাকায় তেমন কোন রোগ বালায় দেখা যায়নি। এছাড়া কৃষি অফিসের তৎপরতা আর কৃষকের সচেতনতার কারনে ধান খুব ভাল হয়েছিল।
কিস্তু চলতি সপ্তাহে ঝড় ও বৃষ্টির কারণে বিভিন্ন জাতের ধানের সাময়িক ফলন বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। উপজেলার কালীগ্রামের কৃষক আব্দুর রহিম কবিরাজ,বিলকৃষ্ণপুর গ্রামের মমিন,দামকৃড়ি গ্রামের নাজমুল হোসেন জানান, এবার বোরো ধানের আবাদ খুব ভাল হয়েছিল কিন্তু গত কয়েক দিনের ঝড় বৃষ্টির কারণে জমির ধান মাটিতে পড়ে গেছে। জমি থেকে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ধানের ব্যাপক ক্ষতি হবে। পাশা-পাশি ধান পানিতে তলে যাওয়ায় ফলনে অনেক কম হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ আফিসার সবুজ কুমার সাহা জানান, ঝড় বৃষ্টিতে বেশকিছু পাকা-অধাপাকা ধান শুয়ে পড়েছে। দুই তিন দিন রোদ হলে ধানের তেমন কোন ক্ষতির সম্ভবনা নেই। ইতিমধ্যেই বেশকিছু জায়গায় কৃষকরা পাকা ধান কাটা শুরু করেছে।
No comments