বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১২
দিনাজপুরের সদর উপজেলায় চালকল ‘যমুনা অটোরাইস মিলে’ বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো আটজন মারা গেছেন। এর আগে গত বুধবারের এ বয়লার বিস্ফোরণে চারজন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে। গত শুক্রবার রাত থেকে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত এই আটজনের মৃত্যু হয়।
তাঁদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি ছয়জন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন আরো ছয়জন শ্রমিক। এ ঘটনায় নিহতরা হলেন চালকলের ম্যানেজার রণজিৎ বসাক, শ্রমিক শফিকুল ইসলাম, উদয়, দেলোয়ার, দুলাল চন্দ্র, অঞ্জনা দেবি, মোসাদ্দেক আলী, আরিফুল হক, রুস্তম আলী, মুকুল চন্দ্র, মুন্না ও রিপন।
No comments