আজ প্রচার হবে দিতি অভিনীত শেষ নাটক লুকোচুরি
মৃত্যুর আগে সুস্থ থাকা পর্যন্ত নিয়মিত নাটক ও সিনেমায় অভিনয় করে গেছেন চিত্রনায়িকা দিতি। সেই ধারাবাহিকতায় তিনি অভিনয় করেছিলেন জাকারিয়া সৌখিনের রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘লুকোচুরি’ শিরোনামের একটি নাটকে। এ নাটকের মাধ্যমে প্রথমবারের মতো দিতির সঙ্গে রওনক হাসান ও অপর্ণা ঘোষ একসঙ্গে অভিনয় করেছেন। এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তানভীর মাসুদ।
‘লুকোচুরি’ নাটকটি একটি প্রচলিত পারিবারিক গল্পের খুনসুটিরই উপস্থাপন। নাটকের গল্পে দিতি অপর্ণার মায়ের চরিত্রে অভিনয় করছেন। নাটকের শুটিং হয়েছিল দিতির গুলশানের বাড়িতে। এটি আজ রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে। এ নাটকে দিতির সঙ্গে অভিনয় প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন, ‘দিতি আপুর কথা খুব মনে পড়ে। খুবই সহযোগিপরায়ণ শিল্পী ছিলেন তিনি। শুটিংয়ে কখনোই মনে হয়নি তার সঙ্গে অভিনয় করছি। একেবারে নিজের পরিবারের মতো করে সবকিছু করতেন। আজকের দিনটিতে তাকে খুব মিস করছি।’
No comments