কুষ্টিয়ায় পার্টিকেল বোর্ড কারখানায় দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
কুষ্টিয়ার বিআরবি গ্রুপের পার্টিকেল বোর্ডের কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ২ শ্রমিক নিহত এবং আরো ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিসংযোগে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। বিভিন্ন সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ৯টার দিকে মুষলধারায় বৃষ্টিপাত হয়। ১০টার দিকে বৃষ্টি থামলে এমআরএস-এর বিআরবি প্লাইউডের পার্টিকেল বোর্ডের কারখানার টিনশেডের উপর কয়েকজন শ্রমিক উঠে আবর্জনা পরিষ্কার করতে। এসময় বিকট শব্দে শেডটি ধসে পড়ে। এ সময় সেখানে বিদ্যুৎ থেকে ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় কয়েকজন শ্রমিক লাফ দিয়ে জীবন বাাঁচাতে যায়।
এতে লোহার অ্যাঙ্গেলে আঘাত লেগে সাইফুল্লাহ (৪০) এবং এবিএম রফিকের (৫৫) ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হয় কমপেক্ষ ১০জন। তাদের মধ্যে ওমর ফারুক (৩৫), শামসুল ইসলাম (৪৫) এবং দেলওয়ার হোসেনকে (৫৫) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত শ্রমিক সাইফুল্লাহর ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামের আবুল হোসেনের পুত্র আর রশিদ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দলবাড়িয়া গ্রামের মীর মকসুদুল হকের পুত্র। বিআরবির সকল ইউনিটের শ্রমিক ও কর্মচারীরা প্রথমে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর কাজ শুরু করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করার দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর সময় বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে ফয়ার সার্ভিসের এক কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
No comments