কমলনগরে হত্যা মামলার আসামী জলদস্যু গ্রেফতার
লক্ষ্মীপুরের কমলনগরে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী মেঘনা নদীর দুর্ধর্ষ জলদস্যু মো. আবুল কালাম প্রকাশ কালাম ডাকাতকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত কালাম রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জলদস্যু কালামকে গ্রেফতার করা হয়। হত্যা ও মেঘনা নদীতে মাছ শিকারি জেলেদের নৌকায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয় থেকে সাতটি মামলা রয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি আরও জানান।
No comments