সাকুরার সামনে অজ্ঞাত ব্যক্তি খুন
রাজধানীর শাহবাগ থানাধীন পরীবাগে সাকুরা বারের সামনে রোববার গভীর রাতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তার নাম-পরিচয় জানা যায়নি।
তার মাথা, ডান চোখ ও থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই ব্যক্তির পরনে ছিল লাল শার্ট ও জিন্সের প্যান্ট। পরে পুলিশ ব্লক রেইড দিয়ে সাকুরা বারে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বারের কর্মচারীসহ কয়েকজনকে আটক করা হয়।
No comments