আফগান প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের পদত্যাগ
সেনা পোশাকে আফগানিস্তানের একটি সামরিক ঘাঁটিতে তালেবানের হামলার ঘটনায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান পদত্যাগ করেছেন। সোমবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি তাদের এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পরে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট প্যালেস জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ হাবিবী এবং সেনাপ্রধান কাদেম শাহ শাহিমের পদত্যাগ জরুরি ভিত্তিতে কার্যকর হবে। প্রেসিডেন্টর ভারপ্রাপ্ত মুখপাত্র শাহ হুসেইন মুর্তাজাইয়ি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, উত্তরাঞ্চলের শহর মাজার-ই শরিফের সেনা ঘাঁটিতে হামলায় ঘটনায় তারা পদত্যাগ করেছেন। খবর বয়টার্স ও বিবিসির।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের বলাখ প্রদেশে মাজার-ই শরিফ শহরের সেনা ঘাঁটিতে গত শুক্রবারের ওই হামলায় অন্তত ১৬৫ জন সৈন্য নিহত হন। পরে আইনশৃংখলা বাহিনীর গুলি ১০ তালেবান জঙ্গি নিহত হয়। প্রথমে হামলায় ৫০ সৈন্য নিহত হয়ে বলা হলেও মাজার-ই শরিফের এক কর্মকর্তা শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শুক্রবারের ওই হামলায় ১৬৫ সৈন্য নিহত ও বহু আহত হয়েছে। শনিবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানিয়েছেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলে সম্প্রতি তালেবানের জ্যেষ্ঠ নেতাদের হত্যার জবাব দিতে তারা এই হামলা করেছে। আর আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন যৌথ বাহিনী জানিয়েছে, হামলায় বিদেশি কোনো সৈন্য মারা যায়নি। ওই সৈন্য ঘাঁটিতে স্থানীয়রা সৈন্যরা থাকেন। আফগান সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, হামলার সময় বেশিরভাগ সৈনিক নামাজে ছিলেন। তারা এখানে প্রশিক্ষণ নিতে এসেছিলেন। তবে এখন পর্যন্ত আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় হতাহতের সংখ্যার বিষয় স্পষ্ট করেনি। তাদের ভাষ্যে, শতাধিক সৈন্য নিহত হয়েছে। তবে এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, তিনি ১৬৫টি মরদেহ গুণে দেখেছেন। এ ঘটনায় রোববার জাতীয় শোক পালন করে আফগানিস্তান।
No comments