বরযাত্রীর বাস দুর্ঘটনায় হতাহত অর্ধশতাধিক
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডের একটি রাস্তায় বাস মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫৬ জন। সোমবার দেশটির পুলিশ একথা জানিয়েছে। ঝাড়খন্ডের প্রাদেশিক রাজধানী রাঁচির পিথোরিয়ার কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হতাহতরা সবাই বরযাত্রী। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েকজন লোক বাসের ছাদে বসে ছিলেন।’
পুলিশ জানায়, মোড় নেয়ার সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের রাঁচির একটি হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় মুখ্যমন্ত্রী রঘুবর দাস এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি হতাহতের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
No comments