ফ্রান্সে নির্বাচন : দ্বিতীয় রাউন্ডে যাচ্ছেন ম্যাক্রোঁ ও লা পেন
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার অনুমিত ফলাফলে এগিয়ে আছেন এন মার্কে পার্টির এমানুয়েল ম্যাক্রোঁ ও ফ্রন্ট ন্যাশনাল পার্টির মেরিন লা পেন। দুজনের যথাক্রমে ২৩.৭ ও ২১.৭ শতাংশ ভোট পেতে যাচ্ছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে। এই দুজন আগামী ৭ মে দ্বিতীয় দফা নির্বাচনে লড়াই করবেন প্রেসিডেন্ট প্রাসাদে যাওয়ার জন্য।
নিয়ম অনুযায়ী প্রথম দফা নির্বাচনে প্রতিদ্বন্দীতা করা ১১ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট প্রাপ্ত দুজন প্রতিদ্বন্দীতা করবেন দ্বিতীয় দফা নির্বাচনে। তবে প্রথম দফায় কেউ ৫০ শতাংশ বা তার বেশি ভোট পেলে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। সাবেক মন্ত্রী এমানুয়েল ম্যাক্রোঁ মধ্যডানপন্থী নেতা হিসেবে পরিচিত। আর মেরিন লা পেন কট্টর ডানপন্থী। মুসলিম ও অভিবাসী বিদ্বেষী হিসেবে তার পরিচিতি আছে। কট্টরজাতীয়তাবাদের কারণেই তিনি নির্বাচনে ভালো করবেন বলে বিশ্লেষকদের ধারণা ছিলো। বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদেঁর নানামুখী বদনামের কারণে তার দল সোসালিস্ট পার্টির প্রার্থী বেনোইট হ্যামন সুবিধা করতে পারবেন না সেটি আগেই বোঝা গেছে।
No comments