চীনে বড় জয় কৃষ্ণাদের
চীনে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা দল। রোববার চীনের শানঝি অনূর্ধ্ব-১৫ দলকে তারা ৪-১ গোলে হারায়। আগের ম্যাচে চায়না ফুটবল অ্যাসোসিয়েশনের জাতীয় অনূর্ধ্ব-১৪ দলের কাছে হারের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। আট মিনিটেই দলকে এগিয়ে দেন লেফট উইঙ্গার মার্জিয়া (১-০)। ৩২ মিনিটে তহুরা ব্যবধান দ্বিগুণ করেন। অধিনায়ক কৃষ্ণা রানী সরকার বল ঠেলে দেন মিডফিল্ডার তহুরাকে।
অসাধারণ শটে গোল করেন তিনি (২-০)। শনিঝির সানজিদার থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে আরও এগিয়ে দেন স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না (৩-০)। ৮৪ মিনিটে ঝিমেই ব্যবধান ১-৩ গোলে কমিয়ে আনেন। অন্তিম মুহূর্তে মনিকার পাসে গোল করে বড় জয় নিশ্চিত করেন সুলতানা (৪-১)। আজ চীন অনূর্ধ্ব-১৪ দলের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
No comments