আবারও জুটি হচ্ছেন শুভ-মাহি
আবার জুটি হচ্ছেন ঢাকাই ছবির দুই তারকা আরেফিন শুভ ও মাহিয়া মাহি। ছবির নাম ‘তুমি আমার প্রিয়া’। এটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। চলতি বছরের শেষের দিকে এর শুটিং শুরু হবে। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘মাহি ও শুভকে নিয়ে নতুন ছবিটি নির্মাণ করতে যাচ্ছি। ওদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি না করলেও এ বিষয়ে দুজনের সঙ্গেই চূড়ান্ত কথা হয়েছে।
চলতি বছরের শুরুতেই শুটিং শুরু করার কথা ছিল; কিন্তু গল্পের পটপরিবর্তিত হওয়ায় তা আর সম্ভব হয়নি। আশা করি, এবার যথাসময়ে শুরু করতে পারব।’ এ প্রসঙ্গে আরেফিন শুভ বলেন, ‘ছবিটি নিয়ে খোকন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে বিষয়টি।
No comments