১৬৪ স্কাইডাইভারের শিহরণ জাগানো বিশ্বরেকর্ড
স্কাইডাইভিং অর্থাৎ বিমান থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়ে বাতাসে ভাসতে থাকার খেলা দুর্বল চিত্তের মানুষদের জন্য নয়। পিঠে প্যারাসুটের ব্যাগটি থাকলেও, সময়মতো সেটি না খুললে হতাহতের আশঙ্কা তো থেকেই যায়। সেই আশঙ্কাকে জয় করে রোমাঞ্চের এ খেলায় মেতে অনেকে আবার রেকর্ড গড়তেও ভালোবাসেন। তেমনই একটি রেকর্ড গড়লেন ১৬৪ জন স্কাইডাইভার। তারা একসঙ্গে হাতে হাত ধরে আকাশে ভেসেছেন এবং একটি বিশাল ফুলের গঠন-বিন্যাস তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ঘটে গেলো এ ঘটনা। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। স্কাইডাইভাররা ঘণ্টায় ২৪০ মাইল বেগে নিচে নামছিলেন। তার মধ্যেই তারা পরস্পরের হাত ধরে একটি চমৎকার গঠন-বিন্যাস তৈরি করেন। অনেকগুলো বৃত্তের কেন্দ্রে একটি বড় বৃত্ত। আকাশে বিশাল একটি ফুলের মতোই দেখাচ্ছিল ভার্টিকাল এ ফর্মেশনটিকে (উল্লম্ব গঠনবিন্যাস)। শিহরণ জাগানো এ ভিডিওটি ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে। এর আগে ২০১২ সালে ১৩৮ জন স্কাইডাইভার একসঙ্গে একটি ভার্টিকাল ফর্মেশন তৈরি করেছিলেন। সেটি ভেঙে নতুন এ রেকর্ড গড়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের শীর্ষে স্থান করে নিলেন ১৬৪ স্কাইডাইভার। ওটাওয়ার একটি গ্রামে তারা অক্ষতভাবে অবতরণে সক্ষম হন। কয়েক সেকেন্ড এভাবে ভার্টিকাল ফর্মেশন ধরে রাখার পর তারা অবতরণের প্রস্তুতি নিতে আলাদা হয়ে যান। প্যারাসুট খুলে মাটিতে সফলভাবে অবতরণের পর তারা উল্লাসে মেতে ওঠেন। দর্শকরাও তাদের সঙ্গে আনন্দ উদযাপনে গা ভাসান।
No comments