কংগ্রেসের ২৫ এমপি ৫ দিনের জন্য বরখাস্ত
ভারতের বিরোধী দল কংগ্রেসের ২৫ জন সংসদ সদস্যকে ৫ দিনের জন্য বরখাস্ত করেছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। সংসদে চরম বিশৃঙ্খলা সৃষ্টি এবং অব্যাহতভাবে ইচ্ছাকৃত সংসদের কার্যক্রম ব্যাহত করার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করার ঘোষণা দেন স্পিকার। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ঘটনাকে গণতন্ত্রের জন্য কালো দিন বলে আখ্যা দিয়েছেন। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি। লোকসভায় কংগ্রেস এমপি আছেন ৪৪ জন। আর এর মধ্যে ২৫ জনকেই বরখাস্ত করার সিদ্ধান্ত নেন স্পিকার। ললিত মোদি ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং ব্যপাম কেলেঙ্কারিতে শিবরাজ সিং চৌহানের পদত্যাগের জোরালো দাবি জানিয়ে আসছে কংগ্রেস। বিজেপির এ শীর্ষ তিন নেতার পদত্যাগ দাবিতে গতকাল সংসদে প্ল্যাকার্ড বহন করে উচ্চস্বরে স্লোগান দেন কংগ্রেস সংসদ সদস্যরা। স্পিকার প্ল্যাকার্ড বহনকারী আর স্লোগান দেয়া ২৫ জন কংগ্রেস সদস্যদের নাম উল্লেখ করে বলেন, এ সদস্যরা সংসদের ৫ কার্যদিবসে যোগ দেবেন না। স্পিকার সুমিত্রা মহাজন ৩৭৪ (এ) ধারায় কঠোর এ পদক্ষেপ গ্রহণ করেন। কংগ্রেস এমপিদের বরখাস্ত করার পরপরই সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন তিনি। স্পিকারের এ সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেস প্রেসিডেন্ট এনডিটিভিকে বলেছেন, এটা গণতন্ত্রের জন্য একটা কালো দিন। কংগ্রেসের এমপি রাজীব শুকলা এ সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, আজকে যা ঘটেছে তা চূড়ান্ত অগণতান্ত্রিক। গত দুই দশকে আমি এমন দেখিনি। বিরোধীদের কণ্ঠ রোধ করা হচ্ছে। কংগ্রেসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি স্পিকারের সিদ্ধান্ত বর্জন করেছে। একই সঙ্গে তারা ৫ কার্যদিবস লোকসভা বর্জন করার ঘোষণা দিয়েছেন। স্পিকারের কাছে সরকার অভিযোগ করে যে বিরোধী দল গত কয়েক দিন ধরে সংসদের কার্যক্রম ব্যাহত করছে। এদিকে সোনিয়া গান্ধী সাফ জানিয়ে দিয়েছেন, বিতর্কিত তিন বিজেপি নেতার পদত্যাগের দাবিতে তারা অনড় থাকবেন। এরপরই স্পিকারের তরফ থেকে এ সিদ্ধান্ত এলো। বড় ধরনের এমন একটি পদক্ষেপ চলমান লোকসভায় এটাই প্রথম। এর আগে সংসদের সৃষ্ট সঙ্কট নিরসনে সরকারের পক্ষ থেকে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়। কিন্তু বৈঠকের কোন সমাধান বের করতে ব্যর্থ হয় দলগুলো। ললিত মোদি ও ব্যপাম ইস্যুতে বিরোধী দল কংগ্রেস ও এনডিএ সরকার তাদের নিজ নিজ অবস্থানে অনড় রয়েছেন। কংগ্রেস এক দিকে তিন শীর্ষ বিজেপি নেতার পদত্যাগ দাবি করছে। পক্ষান্তরে সরকার কোন পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, সর্বদলীয় বৈঠক থেকে এটা স্পষ্ট যে, বেশির ভাগ বিরোধী দলই চায় অচলাবস্থা দূর হোক। উল্লেখ্য, ২১শে জুলাই থেকে শুরু হওয়া এবারের লোকসভা অধিবেশন বিরোধীদের প্রতিবাদ ও দাবির মুখে এখন পর্যন্ত কার্যত অকার্যকর হয়ে পড়েছে। সর্বদলীয় বৈঠক নিয়ে কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ বলেন, সরকার বৈঠক ডেকেছিল এতে আমি খুশি ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, তারা সংসদকে তাদের নিজেদের শর্তে চালাতে চায়। এভাবে গণতন্ত্র চলে না। বিরোধী দল চায় এ অচলাবস্থা নিরসন হোক। কিন্তু আমাদের দাবি স্পষ্ট। আগে পদত্যাগ, তারপর কার্যক্রম। বিজেপি বলেছে তারা সংসদের ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত কিন্তু তাদের কোন নেতা বা মন্ত্রী পদত্যাগ করবে না। সংদস বিষয়ক প্রতিমন্ত্রী আব্বাস নাকভী বলেন, কংগ্রেসকে অবশ্যই এটা উপলব্ধি করতে হবে যে তারা শুধু সংসদের কার্যক্রম ব্যাহত করতে তা নয় তারা দেশের প্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
No comments