ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
শিশু যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী স্যার অ্যাডওয়ার্ড হিথ। ১৯৬১ সালে ক্ষমতায় থাকাকালে রাস্তা থেকে ফুঁসলিয়ে-ফাঁসলিয়ে ১২ বছরের এক ছেলেকে লন্ডনের পার্কলেনে নিজের ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া। ১৯৯০ সালে উইলটসায়ার পুলিশ স্টেশনে অভিযোগ করেন তিনি।
অভিযোগ গ্রহণ করলেও তা তদন্তের ব্যাপারে মাথা ঘামায়নি পুলিশ। সম্প্রতি ৬০ বছর বয়সী হয়রানির স্বীকার ওই ব্যক্তি দি মিররকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে ধর্ষণ করেন স্যার হিথ। আমি তখন তাকে চিনতে পারিনি। কিন্তু পত্রিকায় মার্গারেট থ্যাচারের সঙ্গে দেখে আমি চিনতে পারি তাকে। তার বিরুদ্ধে দেয়া আমার অভিযোগ কেউ বিশ্বাস করেনি। অনেকে আমাকে পাগল বলেও গালি দিয়েছিল।
No comments