গিবসন কূটনৈতিক কোরের নতুন ডীন: ‘সম্মানিত হয়েছি’ -গিবসন
ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন কূটনৈতিক কোরের নতুন ডীন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল এক টুইট বার্তায় তিনি তার দায়িত্ব গ্রহণের বিষয়টি প্রকাশ করেন। সেখানে তিনি তার পূর্বে ডীনের দায়িত্ব পালনকারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেন- ‘সম্মানিত হয়েছি আজ বাংলাদেশে কূটনৈতিক কোরের দায়িত্ব নিয়ে।’ ২০১১ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে বৃটিশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন রবার্ট গিবসন। ঢাকায় ডেপুটি হাইকমিশনার হিসেবেও কাজ করেছেন তিনি। বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ারে, সৌদি আরব, ব্রাসেলস, প্যারিস, থাইল্যান্ড ও টোবাগোতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় ঢাকায় কূটনৈতিক কোরের ডীনের দায়িত্ব পালনকারী প্যালেস্টাইনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদের স্থলাভিষিক্ত হলেন গিবসন। শাহের মোহাম্মদ ২০০৬ সালের ফেব্রুয়ারি বাংলাদেশে তার মিশন শুরু করেন। পরবর্তীতে তিনি ডীনের দায়িত্ব পান।
No comments