অবশেষে শাফকাতের ফাঁসি
২০০৪ সালে একটি শিশুকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত শাফকাত হুসেইনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে পাকিস্তান। কিশোর বয়সে হত্যাকাণ্ডে দোষীসাব্যস্ত হওয়া শাফকাত হুসেইনের ফাঁসি স্থগিত করার জন্য আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন আহ্বান জানিয়ে আসছিল। কিন্তু তা আমলে না নিয়েই মৃত্যুদণ্ডের রায়টি কার্যকর করে দেশটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও অনলাইন বিবিসি। শাফকাত হুসেইনের পক্ষে মামলায় লড়া ‘জাস্টিস প্রজেক্ট পাকিস্তান’ এক বিবৃতিতে বলেছে, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সংগঠনগুলোর ফাঁসি স্থগিতকরণের আহ্বান সত্ত্বেও, পাকিস্তানে মঙ্গলবার ভোরের আগে শাফকাত হুসেইনের ফাঁসি কার্যকর করা হয়।
করাচি কেন্দ্রীয় জেলের এক কর্মকর্তাও ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানের বিদ্যমান আইন অনুযায়ী, কিশোর বয়সে আটক কাউকে হত্যার অভিযোগে ফাঁসি দেয়া যাবে না। রাষ্ট্রপক্ষের আইনজীবী অবশ্য বলেছেন, শাফকাতকে যখন গ্রেফতার করা হয় তখন সে প্রাপ্তবয়স্ক ছিল এবং প্রহরী হিসেবে কাজ করত। কিন্তু শাফকাতের আইনজীবীরা বলছেন, শিশুটিকে হত্যার জন্য শাফকাতকে গ্রেফতার করা হয়, তখন সে ছিল ১৪ বছরের কিশোর। শুধু তাই নয়, ভয়াবহ নির্যাতন করে শাফকাতের কাছ থেকে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলেও অভিযোগ তাদের। চলতি বছর চারবার তার ফাঁসি স্থগিত করা হয়।
No comments