চেঙ্গিস খানের নাতির জাহাজ জাপানে!
ত্রয়োদশ শতাব্দীতে জাপান জয় করতে আসা এক নৌবহরের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে জাপানের প্রত্নতত্ত্ববিদরা। মঙ্গোলিয়ার শাসক চেঙ্গিস খানের নাতি কুবলাই খানই নাকি ওই জাহাজ বহর পাঠিয়েছিলেন। এমনটাই ধারণা জাপানি বিশেষজ্ঞদের। জাপানের দক্ষিণে কায়ুশু দ্বীপের পূর্ব উপকূলে মাতসুয়ারা নগরের কাছের সৈকতে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৫ ফিট গভীরে পাওয়া গেছে জাহাজের ভাঙা অংশ। ধ্বংসাবশেষের মধ্যে চীনাদের ব্যবহৃত ঐতিহ্যবাহী পোর্সিলিনের তৈজসপত্র পাওয়া গেছে। ইতিহাসবিদদের মতে, কুবলাই খান ১২৭৪ ও ১২৮১ সালে জাপান জয়ের উদ্দেশ্যে রণতরী পাঠান।
ওই রণতরীগুলোয় ১ লাখ ৪০ হাজার সৈন্যসামন্ত ছিল ধারণা করেন তারা। দু’বারই সামুদ্রিক ঝড় টাইফুনের কবলে পড়ে ধ্বংস হয় ৪ হাজার নৌকাসহ জাহাজ বহর। তবে জাপানিদের বিশ্বাস ‘কামিকাযি’ বা পবিত্র বায়ুই জাপানকে শত্র“র আক্রমণ থেকে রক্ষা করেছে। মাতসুয়ারা শহরের সংস্কৃতি বিভাগের প্রধান আতসুইয়ুকি নাকাতা বলেন, ‘আমরা এই জাহাজের ধ্বংসাবশেষে যে ধরনের তৈজস পেয়েছি সে সব ৭৩০ বছর আগে মঙ্গোলিয়ানরা ব্যবহার করত। জাহাজ নির্মাণের কৌশলও মঙ্গোলিয়ানদের মতোই। এর আগে ২০১১ সালে আরও একটি মঙ্গোলিয়ান জাহাজের ভাঙা অংশ পাওয়া যায়। সেবার কিছু মুদ্রা পাওয়া গিয়েছিল।’ টেলিগ্রাফ।
No comments