সৌরচালিত বিমানের বিশ্বরেকর্ড by কাজী আরিফ আহমেদ
সৌরচালিত
বিমান ‘সোলার ইমপালস টু’ বিশ্ব প্রদক্ষিণ করার প্রচেষ্টায় ভেঙে দিয়েছে
পুরনো রেকর্ড। শুধু সৌরশক্তিতে চালিত বিমানটি দীর্ঘতম সময় আকাশে ওড়ার নতুন
বিশ্বরেকর্ড গড়েছে বিমানটি। আর, আজ ভাঙতে চলেছে আকাশে সবচেয়ে দীর্ঘ পথ পাড়ি
দেয়ার রেকর্ডটিও। জাপান থেকে গত সোমবার বিশ্ব ভ্রমণের সপ্তম যাত্রায় আকাশে
ওড়ে বিমানটি। প্রশান্ত মহাসাগর পাড়ি দেয়ার সময় একটানা ৭৬ ঘণ্টা আকাশে ওড়ার
পূর্বের রেকর্ডটি ভেঙেছে সোলার ইমপালস টু। ১২০ ঘণ্টার এ যাত্রা যদি
সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়, তবে আকাশে দীর্ঘতম পথ পাড়ি দেয়ার রেকর্ডটিও
নিশ্চিত হয়ে যাবে। সুইজারল্যান্ডের দুই অভিযাত্রী আন্দ্রে বোর্সচবার্গ ও
বারট্রান্ড পিকার্ড নিজেদের মধ্যে বিমানটি পরিচালনার দায়িত্ব ভাগাভাগি করে
নিচ্ছেন। বিশ্বের প্রথম সৌরচালিত বিমান হিসেবে পৃথিবী পৃদক্ষিণ করছে
বিমানটি। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স। জাম্বো
জেটের চেয়েও বিমানটির ডানার দৈর্ঘ্য বেশি। আজ গ্রিনিচ মান সময় ২টা ৩০
মিনিটে হাওয়াইতে বিমানটির অবতরণের কথা রয়েছে। গত ৯ই মার্চ আবুধাবি থেকে
বিশ্বভ্রমণ শুরু করে বিমানটি। বিশ্ব প্রদক্ষিণের জন্য বিমানটি পাড়ি দেবে ৩৫
হাজার কিলোমিটার পথ। পাইলট পিকার্ড এক বিবৃতিতে বলছিলেন, আপনি কি ভাবতে
পারেন, একটি জেট বিমানের চেয়ে জ্বালানি ছাড়াই সৌরচালিত একটি বিমান আকাশে
বেশি সময় ধরে উড়তে পারে! তিনি যোগ করলেন, স্বচ্ছ ও পরিবেশবান্ধব প্রযুক্তি
যে অসম্ভব লক্ষ্য অর্জন করতে পারে, এটা তারই পরিষ্কার বার্তা। বিমানটির
ডানায় সংযুক্ত ১৭ হাজার ২৪৮টি সোলার প্যানেলে যে সৌরশক্তি সঞ্চিত হয়, সে
শক্তিতে ভর করেই এ আকাশযাত্রা। জাপান থেকে হাওয়াইয়ে ৫ দিনের এ যাত্রাপথ এ
পর্যন্ত সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। প্রশান্ত মহাসাগর পাড়ি দেয়াটা
মোটেই সহজ কাজ নয়। ইউটিউবে সোলার ইমপালস টু বিমানটি ওড়ার সরাসরি ভিডিও
প্রদর্শন করা হচ্ছে।
No comments